আনিস মিয়া
ময়মনসিংহ শহরের শ্যামাচরণ রায় রোডস্থ রুম-থ্রী রেষ্টুরেন্ড হল মিলন আয়তনে এশিয়া পেইন্টস এর আয়োজনে ময়মনসিংহ শহরের রং মিস্ত্রীদের উজ্জ¦ল ভবিষ্যৎ গড়তে এশিয়ান পেইন্টস প্রগতি ক্লাবের উদ্বোধন উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লি: এর সিনিয়র রিজিওনাল ম্যানেরজার রাজেস সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এশিয়ান পেইন্টস বাংলাদেশ লি: মাকের্টিং বিভাগের তামান্না আফরিন হোসাইন এর উপস্থাপনায় এশিয়ান পেইন্টস প্রগতি ক্লাবের সদস্য এবং ময়মনসিংহ শহরের রং মিস্ত্রীদের উদ্দ্যেশে তাদের উজ্জ¦ল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিঃ ময়মনসিংহ এর ডিপো ম্যানেজার মোঃ আলী হায়দার, এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিঃ ময়মনসিংহ এর সিনিয়র টি.এস.আই. মোঃ সোহেল রানা, এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিঃ ময়মনসিংহ এর এক্সিকিউটিভ মোঃ সাজেদুল হক প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে রং মিস্ত্রীদের উজ্জ¦ল ভবিষ্যৎ গড়তে “এশিয়ান পেইন্টস প্রগতি ক্লাবের” উদ্বোধন করেন এশিয়ান পেইন্টস বাংলাদেশ লি: এর সিনিয়র রিজিওনাল ম্যানেরজার রাজেস সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি রং মিস্ত্রীদের উদ্দ্যেশে বলেন আপনাদের সাথে এশিয়ান পেইন্টস এর সম্মিলিত একটি কার্যক্রম, যেখানে আপনারা লক্ষ্য ও স্বপ্ন পূরণের জন্য সহায়তা করার লক্ষ্যে আজ “প্রগতি ক্লাবের” শুভ উদ্বোধন করা হল।
ক্যাপশন: এশিয়া পেইন্টস এর আয়োজনে ময়মনসিংহ শহরের রং মিস্ত্রীদের উজ্জ¦ল ভবিষ্যৎ গড়তে “এশিয়ান পেইন্টস প্রগতি ক্লাবের” উদ্বোধন উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।