Wednesday, July 30, 2025
25.9 C
Dhaka

রংপুরে সংখ্যালঘুদের বসতবাড়িতে হামলার দুই দিন পরও মামলা হয়নি, প্রশাসনের উদ্যোগে চলছে মেরামত কাজ

নিজস্ব প্রতিবেদক
রংপুর, ২৯ জুলাই ২০২৫

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর উপর সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, আটকও করা হয়নি কাউকে। তবে জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বসতবাড়িগুলোর মেরামত কাজ চলছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙা ঘরগুলোর টিনের বেড়া খুলে নতুন টিন বসানো হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য পরেশ চন্দ্র জানান, গতকাল রাতে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও পুলিশ সুপার আবু সাঈম ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁদের নির্দেশে আজ সকাল থেকে কাঠ ও টিনসহ মেরামতের উপকরণ সরবরাহ করা হয় এবং প্রায় ৩০ জন কাঠমিস্ত্রি কাজ শুরু করেন।

হামলার পেছনের কারণ ও পরিস্থিতি

প্রসঙ্গত, গত শনিবার ওই গ্রামের এক কিশোর মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর পোস্ট দিয়েছে—এমন অভিযোগে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরকে আটক করার পর উত্তেজিত জনতা প্রথমে বিক্ষোভ মিছিল করে এবং পরে কিশোরের পরিবারের ঘরে হামলা চালায়। এরপর রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আরও একদফা হামলা হয়, যেখানে ১৫টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে পুলিশের এক কনস্টেবল আহত হন।

অবস্থানের মধ্যে সেনা ও পুলিশ বাহিনী

আলদাদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও আলদাদপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই হামলা সংঘটিত হওয়ায় বিদ্যালয় দুটি এখন বন্ধ রয়েছে। দুই বিদ্যালয়ের সামনে সেনা সদস্য ও পুলিশ অবস্থান নিয়েছে।

প্রধান শিক্ষক কালী রঞ্জন রায় জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ভুক্তভোগীদের আতঙ্ক ও অভাবের চিত্র

ঘরবাড়ি হারিয়ে আতঙ্কে আছেন অনেক সনাতন ধর্মাবলম্বী পরিবার। হিরনবালা রানী বলেন, “কাপড়চোপড়, জিনিসপত্র সব গেছে, কিচ্ছু নাই ঘরে। এখন ঘরের বেড়া ঠিক করলেই কী হবে?”
অন্যদিকে আজো বালা বলেন, “আতঙ্কে কাজ করবার পাই নাই। ঘুমানোরও সুযোগ হয় না। মেয়ে দুটোকে নিয়ে ভয়ে আছি।”

মামলা না হওয়া নিয়ে ক্ষোভ

গঙ্গাচড়া থানার ওসি আল এমরান জানান, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো মামলা করতে আসেনি, সময় নিচ্ছে। প্রশাসন সতর্ক অবস্থানে আছে।”

তবে গঙ্গাচড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন কুমার বলেন, “এটি পূর্বপরিকল্পিত হামলা। প্রশাসন আপাতত যা করছে, তাতে আমরা আস্থা রাখছি। তবে আমাদের লোকজন যারা পালিয়ে আছেন, তাদের ফেরত এনে আলোচনার মাধ্যমে মামলা করব।”

আবারও উত্তেজনার চেষ্টা

গতকাল রাত ১০টার দিকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার মাগুরা চেকপোস্ট এলাকা থেকে আবারও একটি মিছিল আনার চেষ্টা হয়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করে। এ বিষয়ে ওসি আল এমরান বলেন, “প্রশাসন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুত আছে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

হেপাটাইটিস বি: নীরব ঘাতক ভাইরাস এবং প্রতিরোধের করণীয়

বিশ্বজুড়ে হেপাটাইটিস বি (HBV) ভাইরাস একটি নীরব ঘাতক হিসেবে...

নির্বাচনী আচরণবিধি নির্ধারণ: ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটারদের জন্য কী কী নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ...

মাদকে আসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা, বরিশালে থানায় আত্মসমর্পণ করলেন মা-বাবা

বরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পিটিয়ে...

উড়োজাহাজের ককপিট থেকেই গ্রেপ্তার পাইলট, যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত রুস্তম ভাগওয়াগার আটক

চ্যানেল আগামী ডেস্ক — যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের...

যুক্তরাষ্ট্রের পোউনি শহরে স্থায়ী বাসিন্দা হলেই মিলবে ৬০ লাখ টাকা, শুধু থাকতে হবে সেখানে

যুক্তরাষ্ট্রের একটি ছোট শহর নতুন বাসিন্দাদের জন্য দিচ্ছে চমকপ্রদ...

সিডনির ড্র অনুষ্ঠানে বাংলাদেশি প্রতিনিধি না থাকায় প্রবাসীদের হতাশা

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো ২০২৬ নারী এশিয়ান কাপ ফুটবলের...

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল, অনাহারে মৃত্যু ১৪৭

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় মৃতের সংখ্যা ৬০ হাজার...

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা নিহত

নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে ঘটে গেছে একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ড। সোমবার...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img