আজ রবিবার (১৯ শে মার্চ) এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট -এসিডির আয়োজনে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন পরিষদ এর জনপ্রতিনিধি ও এলাকার 24জন গন্যমান্য ব্যাক্তিদের সাথে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও মানব -পাচার প্রতিরোধ কমিটি গঠন এবং তাদের সঙ্গে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অভিবাসন,মানব-পাচার, নিরাপদ অভিবাসনের প্রক্রিয়া সমূহ, মানব-পাচার প্রতিরোধে করণীয় প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মশালাটিতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন।তিনি মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি রাখবার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউপি সচিব । কর্মশালাটি পরিচালনা করেন এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর রায়হানুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন এসিডির ডিসটিক প্রোগ্রাম ফ্যাসিলেটেটর ফয়সাল মন্ডল , মোঃ মানকি প্রমুখ। কর্মশালায় এসিডির কতৃপক্ষ মানব পাচার প্রতিরোধ কমিটিকে মানব-পাচার রোধে নিরাপদ অভিবাসনের প্রক্রিয়া, ‘কমিটির সদস্যদের মানব-পাচার প্রতিরোধে ভূমিকা,ইউনিয়ন মানব-পাচার কমিটির দায়িত্ব ও কার্যাবলি নিয়ে আলোচনা করেন।
হাসান আল সাকিব