আনিস মিয়া
তথ্যই শক্তি, জানবো জানাবো দুর্নীতি রুখবো -এ স্লোগানকে সামনে রেখে এবং বিনামূল্যে তথ্য জেনে অধিকার আদায়ে সোচ্চার হোন- এ আহ্বান জানিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর প্রাঙ্গনে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ সেবা প্রদান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর ইয়েস গ্রুপের সদস্যগণ।
১৬ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সেবা প্রদান করা হয়। সেবার মধ্যে রয়েছে হাসপাতালের বিভিন্ন সেবার মূল্যের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ, অ্যাডভোকেসি এন্ড লিগ্যাল এডভাইস সেন্টার (এলাক) এর লিফলেট ও স্টিকার বিতরণ, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সেবাগ্রহীতাদের অনুরোধ জানানো এবং সেবাগ্রহীতাদের প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন পরামর্শ প্রদান। এ সময় হাসপাতালে সেবা নিতে আসা প্রায় দুইশত সেবাগ্রহীতাকে হাসপাতালের সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহের মাধ্যমে সেবা প্রদান করা হয়। এদের মধ্যে অনেকেই ইয়েস গ্রুপের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত ভ্রাম্যমান তথ্য ও সেবাকেন্দ্র পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন।
এ সময় স্বজন সদস্য শুভ্র চক্রবর্তী, টিআইবি কর্মীবৃন্দ, ইয়েস দলনেতা, ইয়েস সহ-দলনেতাসহ ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ উপস্থিত ছিলেন।