মেহেদী হাসান(ময়মনসিংহ) আজ ২১ আগষ্ট মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী “সুমাইয়া আক্তার সিনথী’র” উপর হামলার প্রতিবাদে ও হামলাকারী বখাটেদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে, বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখা আয়োজনে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়,এই মানবন্ধন এ সকল পেশার মানুষ অংশ গ্রহন করেন।
উল্যেখ যে,গত ১৯ আগষ্ট/২০১৮ রবিবার দুপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার সিনথি স্কুল শেষে বাড়ি ফেরার পথে বখাতে সাজ্জাত তাকে রাস্তায় পথ আটকিয়ে ছিল্লতাহানী করার চেষ্ঠা করেন সুমাইয়া ভাই তখন বাধা দেয়,এ বিষয়ে সাজ্জাত এর বাবার কাছে অভিযোগ করে আসার পথেই দারালো ছুড়ি দিয়ে এলো পাথারি আঘাত করে পালিয়ে যায় ঔ বখাতে। পরে সুমাইয়াকে স্থানীয়রা উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতে ভর্তি করে।
খবর পেয়ে পুলিশ অভিযোক্ত সাজ্জাদ এর দুই আত্বিয়কে আটক করলেও,এখনো মূল অভিযোক্ত সাজ্জাত পলাতক রয়েছে।