আনিস মিয়া, ময়মনসিংহ
ময়মনসিংহে আগামি ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। ময়মনসিংহ সদর উপজেলায় সেদিন বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা ভোটার তালিকার হালনাগদ উদ্বোধন করবেন। আজ নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ কার্যক্রম শুরু হচ্ছে।
২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ ও সুপারভাইজারদের যাচাই কার্যক্রম চলবে ২৫ জুলাই থেকে ৯ আগাস্ট পর্যন্ত। ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিন্তু, ভুলক্রমে তালিকা থেকে বাদ পড়েছেন, এবার হালনাগাদে তাদের অন্তর্ভুক্ত করা হবে, পাশাপাশি মৃত ভোটারের নাম বাদ দেয়া হবে। এ পদ্ধতিতে অন্তর্ভুক্ত হওয়া নতুন ভোটাররা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রসঙ্গত দেশে বর্তমানে ১০ কোটি ১৮ লাখ ভোটার রয়েছে।