মেহেদী(ময়মনসিংহ প্রতিনিধি)
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহরের টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিন, জেলা প্রশাসক খলিলুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, পুষ্পস্তবক অর্পণ করে দিবসের সূচনা করেন।এ সময় বিভিন্ন সংগঠন ও হাজার মানুষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসে।
ময়মনসিংহ জেলা প্রশাসক এর আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।