আনিস মিয়া
আজ ৯ আগষ্ট ২০১৭, বুধবার সকাল ১০ ঘটিকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহেও আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রের এক দশক’ স্লোগানে ‘আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণার বাস্তবায়ন চাই- প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন পরিষদ ও অনান্য সংস্থার যৌথ উদ্যোগে স্থানীয় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর এ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহাসচিব, অদিবাসী দিবস উদযাপন কমিটি-২০১৭ জনাব অরণ্য ই চিরানের সঞ্চলনায় এবং হিল্লোল নকরেক (সভাপতি, অদিবাসী দিবস উদযাপন কমিটি-২০১৭) এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব – অধ্যাপক ইউসুফ খান পাঠান। বিশেষ অতিথি- জনাব স্বর্ণকান্ত হাজং, সেক্রেটারী জেনারেল, টিডব্লিউওএ, কেন্দ্রীয় কমিটি, জনাব তুষার দারিং -নির্বাহী পরিচালক, সারা সংস্থা, ময়মনসিংহ, জনাব ফেরদৌস আরা মাহমুদা হেলেন -সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, ময়মনসিংহ, এড. এমদাদুল হক মিল্লাত, শরিফুজ্জামান টিটু, সদস্য সনাক ময়মনসিংহ সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা গারো সম্প্রাদয়ের অধিকার বিষয়ক বিভিন্ন দাবি-দাবা তুলে ধরেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপস্থিত ময়মনসিংহ আদিবাসী উদযাপন কমিটি, টিডব্লিউএ; বাগাছাস; সচেতন নাগরিক কমিটি-সনাক ময়মনসিংহ সদর এর ইয়েস গ্রুপ, বাহাছাস; গাসু, আওয়া, আদিবাসী ছাত্র পরিষদ, এবং ময়মনসিংহের বসবাসরত আদিবাসী জনগণ অংশগ্রহণে কৃষ্ণচূড়া চত্বর থেকে বর্ণাঢ়্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসে ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয় কে স্মারক লিপি প্রদানের মাধ্যমে শেষ করেন।