Tuesday, April 29, 2025
23.3 C
Dhaka

ময়মনসিংহে অবৈধ অটোবাইক নির্মূল

 

আঞ্চলিক ডেস্ক

-আনাস ইসলাম উপম

ময়মনসিংহে শহরে একটি নম্বর ব্যবহার করে ৩টি ভূয়া ও ডুপ্লিকেট লাইসেন্স বানিয়ে ব্যাটারী চালিত অটোবাইক চালানোর অভিযোগে ৩টি অটোবাইক গতকাল বৃহস্পতিবার দুপুরে জনসন্মূখে ধ্বংস করা হয় এবং অটোবাইকের মালিক বাড়েরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান রানা কে পুলিশে সোপর্দ করে পৌর কর্তৃপক্ষ।

শহরের অটোবাইক চলাচল করায় ইদানিং অবৈধ অটোবাইকের সংখ্যা বেড়ে যায় বলে ধারনা করা হচ্ছিলো । এ বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসলে এর প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করে।
জানা যায়, বাড়েরা আব্দুল মান্নান রানা (২০১৩) একটি নম্বর ব্যবহার করে আরো ৩টি ভূয়া ও ডুপ্লিকেট লাইসেন্স বানিয়ে শহরের ভিতরে অটোবাইক চালছিলো।

বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জাহাঙ্গীরের নেতৃত্বে পৌরসভার একটি টীম শহরের কাশর লাকিপাড়া এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে হাতে নাতে ৪টি অটোবাইক জব্ধ করে টাউন হলে নিয়ে আসা হয়। পরে অটোবাইকের মালিক বাড়েরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান রানাকে খবর দিয়ে সে টাউন হলে উপস্থিত হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়টি উর্ধ্বতন পৌর কর্তৃপক্ষর নির্দেশে বৃহস্পতিবার দুপুরে শহরের টাউনহল মোড়ে প্রকাশ্যে ড্রেজার দিয়ে ৩টি অটোবাইক ধ্বংস করে ফেলা হয়। এসময় পৌর কর্মকর্তা, কর্মচারী, পুলিশ, সাংবাদিকসহ শত শত মানুষ তা প্রত্যক্ষ করেন। এ দিকে ভূয়া ও ডুপ্লিকেট লাইসেন্স বানিয়ে শহরের ভিতরে দেদারছে অটোবাইক চালানোর জন্য পৌর কর্তৃপক্ষ শিক্ষক আব্দুল মান্নান রানার বিরুদ্ধে কোতুয়ালী মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্র জানায়।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম জানান, অস্বাভাবিক ও মাত্রাতিরিক্ত অটো চলাচলের প্রেক্ষিতে শহরের প্রায় সর্বত্রই যানজট লেগেই ছিলো। জেলা নাগরিক আন্দোলন নয়া বিভাগীয় শহরকে যানজট মুক্তকরণে অটোবাইকের সংখ্যা এবং যানজট নিয়ন্ত্রণে আনার লক্ষে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রকে বহুবার লিখিত ও মৌখিকভাবে বলার প্রেক্ষিতে অবশেষে একটি কঠিন প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৪ হাজার প্রকৃত অটোবাইক মালিককে লাইসেন্স প্রদান করা হয়।

মেয়র ইকরামূল হক টিটুর এই মহতি উদ্যোগকে সর্বস্তরের মানুষ স্বাগত জানায়। কিন্তু ইদানিং একটি মহল ভূয়া ও ডুপ্লিকেট লাইসেন্স বানিয়ে অধিক সংখ্যক অটোবাইক চলাচল করায় শহরে আবারো যানজটের সৃষ্টি হচ্চে। যা মেয়রের দৃষ্টিতে ইতমধ্যেই আনা হয়েছে।

শহরের যানজট নিয়ন্ত্রণে অবৈধ অটোবাইকের বিরুদ্ধে কঠোর ও কার্যকরি পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রে প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img