মেহেদী হাসান(ময়মনসিংহ) – ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ নেই ইসিজি মেশিন এতে ভূগান্তিতে পরেন সেবা নিতে আসা রোগীরা। ইসিজি মেশিন না থাকার কারনে ব্যাহত হচ্ছে উন্নত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম।
মুক্তাগাছা উপজেলার প্রায় সারে-চার লাখ মানুষের বসবাস আর এই সারে-চার লাখ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করার দ্বায়িত্ব মুক্তাগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর, কিন্তু ইসিজি মেশিন না থাকার কারনে সেবা নিতে আশা রোগীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ইসিজি মেশিন না থাকায় গুরুতর কোনো রোগীর ইসিজি করার প্রয়োাজন হলে,ইসিজি করানোর জন্য গুরুতর অবস্থার রোগীকে মুক্তাগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর আশপাশের ক্লিনিকগুলোতে নিয়ে গিয়ে ইসিজি কারানো হয়।এতে ভূগান্তিতে পরেন চিকিৎসা সেবা নিতে আশা রোগী সহ তার পরিবার।
চিকিৎসা সেবা নিতে আশা রোগী সহ মুক্তাগাছার মানুষের দাবী মুক্তাগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী ভিত্তিতে একটি ইসিজি মেশিন স্থাপন করে চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি করার।