ময়মনসিংহের মুক্তাগাছায় বাস সিএনজি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সোমবার বেলা ১ঘটিকায় দিকে ময়মনসিংহ-মুক্তাগাছা মহাসড়কের মুক্তাগাছার সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের বাসিন্দা রেফা খানম ও তার তিন বছর বয়সী শিশু নাবিল। তারা সিএনজির যাত্রী ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী রাজীব বাসটি মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও শিশু মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার ওয়াজেদ আলী জানান, লাশ উদ্ধার করা হয়েছে, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।