আনিস মিয়া
ময়নসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহতরে খবর পাওয়া য়ায়। মো. সৌরভ (২০) নামের এক যুবক নিহত হয়েছে বলে জানা য়ায় । এছাড়া আরো একজন আহত হয়েছেন বলে জানা য়ায় তার নাম সোহাগ(২০) । রাত ১০টার দিকে শহরের ভাটিকাশর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সৌরভ শহরের নাটঘর লেনের বাসিন্দা মো. মামুনের ছেলে। তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলা জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শহরের টাউন হল অডিটরিয়ামে বঙ্গবন্ধু পরিষদের অনুষ্ঠান শেষে কথা কাটাকাটির জের ধরে এই খুনের ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম হতাহতের খবরটি নিশ্চিত করেছেন।