ইমরান হাসান শাহীন
কক্সবাজার জেলার পেকুয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র(আলিম) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল গত বুধবার নগরীর চকবাজারস্থ সবুজ হোটেলে অনুষ্ঠিত হয়।
পরিষদের বর্তমান কমিটির সভাপতি মাহমুদুল করিম সভাপতিত্বে উসমান গনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মধ্য থেকে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন যথাক্রমে
লায়ন মুহাম্মদ আমিরুল হক ইমরুল, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ কামাল হোছাইন, আবুল আনোয়ার, মৌ.মুসলেম উদ্দিন, মাহফুজুল করিম, মাহমুদুল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন এডভোকেট জাবেদ আহসান, মুহাম্মদ হেলাল, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ ফরমান উল্লাহ, নূরুল হোছাইন, সাজ্জাদ হোছাইন, মুফিজ সিকদার, আব্বাস উদ্দিন আজাদ, শহিদুল ইসলাম, মুহাম্মদ আশেক এলাহি, নোমানুর রহমান, ইমরান হাসান শাহীন, রাশেদ খান, সাজ্জাদুল ইসলাম, মুহাম্মদ মুহিব উল্লাহ, আব্দুল মামুন ফারুকী, তামজীদুল ইসলাম, মুহাম্মদ সোহেলসহ আরো প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
সভাপতি মাহমুদুল করিম অতীতের ন্যায় প্রাক্তন ছাত্রদের সাথে নিয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখার আশ্বাস দেন এবং নতুন কমিটি গঠনের ঘোষণা দেন।
সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।