মোঃ মেহেদী হাসান, গাইবান্ধাঃ
জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এতিম শিশুদের অংশগ্রহণে ঈদ-উল ফিতর উপলক্ষে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ জুন) বৃহস্পতিবার দুপুরে সরকারি শিশু পরিবার (বালিকা) এতিমখানার প্রায় ৪০ জন নিবাসী শিশু হাতে মেহেদী লাগানো উৎসবে অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকা চৌধুরী ফরিদা পারভীন উৎসব বাস্তবায়নে সহযোগিতা করেন।
এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির মেয়ে সদস্যরা এসময় এসব শিশুর হাতে বিভিন্ন আল্পনা এঁকে মেহেদী পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সহ-সভাপতি তাসকিনা জামান তমা, শিশু সাংবাদিক ছনিয়া আক্তার, শিশু গবেষক শিনাত জামান তিথি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার তনিমা হাবিব রুম্পা, মেহেদী হাসান জিহাদ, ফররুখ আহমেদ, জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার ও শ্রাবনী রহমান।