কোটা বহাল রাখার দাবীতে মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে।
বুধবার সকালে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিণ করে মুক্তাগাছা প্রেসক্লাব এর সামনে পথসভা করেন,ও পথসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম, সাবেক কমান্ডার জিন্নত আলী জিন্নাহ, সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, পৌর কাউন্সিলর মির্জা হানিফ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক নজরুল ইসলাম মন্টু, সদস্য সচিব খোন্দকার মঞ্জুর মালেক সুদীপ্ত প্রমূখ।