আজ পহেলা বৈশাখ, একটি নতুন দিন একটি নতুন বছরের শুভ সূচনা, শুভ নববর্ষ। ১৪২৫ বাংলা বছরকে স্বাগত জানিয়ে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারী কলেজ এ বর্ষবরণ উৎসব-১৪২৫ উদযাপিত হয়েছে,শহীদ স্মৃতি সরকারী কলেজ এর আয়োজনে এবং সকল ছাত্র ও শিক্ষকদের সহযোগীতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সহরের ভিবিন্ন সড়ক প্রর্দক্ষিণ করে,কলেজ ক্যাম্পাসে ফিরে আসে এবং আলোচনা ও দিন ব্যাপি, শিক্ষার্থী ও শিক্ষকদের জমকালো আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি(এমপি),অনুষ্ঠানের সভা্পতিত্ত করেন,পফেসর খান মোহাম্মদ সালাহ্ উদ্দিন কাইজার-অধ্যক্ষ শহীদ স্মৃতি সরকারী কলেজ মুক্তাগাছা,ময়মনসিংহ।