আজ ১০ ডিসেম্বর মুক্তাগাছা মুক্ত দিবস উৎযাপন-২০১৯ উপলক্ষে মুক্তাগাছা মুক্ত দিবস উৎযাপন পরিষদ মুক্তাগাছার আয়োজনে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ,এমপি মহোদয়ের নেতৃত্বে র্যালীতে অংশগ্রহণ করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব সূবর্ণা সরকার, মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার,মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
র্যালীটি মুক্তাগাছা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এছাড়াও আজ বিভিন আয়োজনের মাধ্যমে উৎযাপীত হচ্ছে দিবসটি।
১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনীরা- স্বাধীনতাবিরোধী, পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্তাগাছাকে মুক্ত করে,অর্জন করেন স্বাধীনতা। পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় মুক্তাগাছা। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে মুক্তাগাছা শত্রুমুক্ত হয়।