উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা জনদূর্ভোগের দ্রুত সমাধান দেওয়ার আন্তরিক অভিনন্দন,জানিয়ে ফেসবুকে খোলা চিঠি লিখেছেন “রাশিদুল ইসলাম বাবলু” নামের একজন মুক্তাগাছার সচেতন নাগরিক। ১৬ নং বকচর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃত্রিম জলাবদ্ধতা সংকট নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছার দৃষ্টি আকর্ষন করেছিলেন তিনি এর পর মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার,সুবর্ণা সরকার,সেখানে সশরীরে উপস্থিত হয়ে উক্ত সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেন। তাই, ভোক্তভোগী মুক্তাগাছাবাসীর পক্ষ হতে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার,সুবর্ণা সরকার কে আন্তরিক অভিনন্দন জানান তিনি।
তার খোলা চিঠি তুলেধরা হলোঃ