মুক্তাগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ থেকে শুরু হলো সিএনজি অটোরিকশা চালকদের জন্য চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। প্রথম ব্যাচে মোট ৫০জন চালক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব সূর্বণা সরকার ও প্রথমদিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইন-চার্জ, মুক্তাগাছা থানা জনাব আলী আহম্মেদ মোল্লা ও ট্রাফিক ইন্সপেক্টর, মুক্তাগাছা।থমদিনে ট্রাফিক আইনের বিভিন্ন ধারা অমান্য করার কারনে সাজা বিষয়ে আলোচনা করেন তারা।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব সূর্বণা সরকার জানান,সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করলে চালকদের সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর মাধ্যমে তাদের প্রাথমিকভাবে লার্নার কার্ড ও পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বিষয়ে সকল প্রকার সহযোগিতা করা হবে।
আর কোন মর্মান্তিক দূর্ঘটনা না ঘটুক; স্বজনহারাদের কান্নায় মুক্তাগাছার আকাশ-বাতাস যেন আর ভারী হয়ে না ওঠে।