ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১,মুক্তাগাছার মধ্যহিস্যায় ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুটি বেঙ্গে মধ্যরাত থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে মুক্তাগাছা শহড়ে।
অতিরিক্ত গড়মে অতিষ্ট জনজীবন, তাও আমার,৮ ঘন্টা ধরে বিদ্যুৎ বন্ধ।আজ রাত ১ ঘটিকার সময় হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে শহড়বাসী অতিরিক্ত গড়মে অতিষ্ট হয়ে পরেন,মটোফোনে জানতে পারি মধ্যহিস্যায় ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুটি বেঙ্গে গেছে তবে,
অতিদ্রুত বিদ্যুৎ খুটি বসাবেন বলে আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ মুক্তাগাছা।