মুক্তাগাছায় হাজী কাশেম আলী কলেজ রোটে বিদুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াংকা (৩৫) নামে মহিলা মারা গেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে,এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘঠনা স্থলে এসে মৃত দেহ উদ্বার করেন।
পুলিশের সূত্রে জানা যায়,মুক্তাগাছায় হাজী কাশেম আলী কলেজ রোটে গোবিন্দ মন্ডেলের বাসায় বাড়া থাকতেন প্রিয়াংকার পরিবার।তিনতলা বাসার ছাদে কাপর শুকানে যান তিনি ,বিদ্যুতের মেইন লাইন বাসার ছাদে কাছাকাছি থাকায় বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে প্রিয়াংকা (৩৫) বিদুৎস্পৃষ্ট হয়।
মরদেহ মুক্তাগাছা থানায় রাখা হয়েছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানায় উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী এবং তিনি ঘটনা নিশ্চিত করেন ।