মুক্তাগাছা শহরের আনাচে কানাচে গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার। নানা ধরনের নাম ও বেনামে চলছে প্রাইভেট-কোচিংয়ের রমরমা বাণিজ্য। শিক্ষার্থীরা স্কুলে না গিয়ে কোচিং সেন্টারে বেশি আসছে বলে জানা গেছে। কোচিং বানিজ্য বন্ধের নিতিমালা করা হলেও বন্ধ হচ্ছে না এই সব কোচিং সেন্টার।আর প্রায় কোচিং সেন্টারই পরিচালনা করছেন এমপিও ভূক্ত শিক্ষকরা, এর পরেও ধরাছুয়ার বাহিরে আছে এই সব কোচিং বানিজ্য কারী শিক্ষকরা।
শিক্ষার্থীদেরা এই সব কোটিং সেন্টারে পড়ালেখা করার স্কুলের দিকে মনোযোগ দিচ্ছেনা তারা। তবে শিক্ষাবিদরা বলছে, কোচিং সেন্টার নামে যে আরেকটা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে তাতে প্রকৃত শিক্ষা ব্যাহত হচ্ছে, এটি বন্ধ করতে হবে। সচেতন শিক্ষার্থী ও অভিভাবকদের দাবী, এই সব অবৈধ কোচিং বানিজ্য বন্ধ করা হোক।তাই মুক্তাগাছা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন ,এবং মুক্তাগাছা প্রশাসন কোচিং সেন্টার বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করবে বলে মনে করেন সচেতন শিক্ষার্থী ও অভিভাবক।