মেহেদী হাসান
মুক্তাগাছা
ময়মনসিংহের মুক্তাগাছায় মহাসড়কের উপর অবৈধ্য স্ট্যান্ড গড়ে উঠায় যানজটে ভুগান্তির শেষ নেই মুক্তাগাছাবাসীর।
ময়মনসিংহ-টাংগাইল মহাসড়কের উপর মুক্তাগাছা পৌরসভার ও থানার সামনে গড়ে উঠেছে বাস স্ট্যান্ড। মুক্তাগাছায় প্রায় দুই কোটি টাকা ব্যায়ে পৌর বাস টার্মিনাল থাকলেও তা এখন খালিই পরে আছে।এবং শহড়ের প্রান কেন্দ্রে গড়ে উঠে অভৈধ্য বাসস্টেন্ড। অভৈধ্য স্ট্যান্ড হওয়ায় যাত্রীদের যানজটে পরতে হয় অনেক সময়। শহরবাসীদেরও ভূগান্তির শেষ নেই,যাত্রীদের দাবী রাস্তা থেকে স্ট্যান্ড উচ্ছেদ করে পৌর বাস টার্মিনালে এই স্ট্যান্ডে কার্যক্রমের জন্য।
শহর কে যানজট মুক্ত রাখতে শহড়ের প্রান কেন্দ্র থেকে এই সব অভৈধ্য স্ট্যান্ড উচ্ছেদ করা প্রয়োজন।আর এই বিষয়ে শহরের মুক্তাগাছার প্রশাসন চুপ করে রয়েছে অনেক দিন যাবত,মুক্তাগাছার প্রশাসনের উচিত মহাসড়ক থেকে স্ট্যান্ড উচ্ছেদ করার। এতে জনগনের ভুগান্তি কিছু হলেও কমে আসবে বলে মনে করেন শহড়বাসী।