এম এস রিয়াদ : (বরগুনা)
মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডা. ধীরেন্দ্র নাথ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা এম এম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে ছিলেন, কয়েকটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সনাক সদস্য ও ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আঃ রব ফকির, টিআইবি, সনাক বরগুনা এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন খাঁন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু বকর সিদ্দিক ও অ্যালাক ফেসিলেটেটর অ্যাডভোকেট সাকিল আহমেদ। এসময় মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষার্থীদের উন্নয়ন সাধনের লক্ষ্যে ৪ টি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়ন করার অঙ্গীকার করেছেন শিক্ষা কর্তৃপক্ষ।