বরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা-মায়ের বিরুদ্ধে। হত্যার পর তাঁরা নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হাসান গাজী (২০)। তিনি ওই এলাকার বাসিন্দা জাফর গাজী (৪৮) ও নাজমা বেগম (৪০) দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, হাসান দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন। প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। মঙ্গলবার দুপুরে পাঁচ হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করেন তিনি। এ সময় তাঁর বাবা জাফর গাজী বাধা দিতে গেলে তাকেও মারধর করেন হাসান। এরপর মা নাজমা বেগম ছেলেকে থামাতে এগিয়ে গেলে তাকেও মারধর করেন হাসান। একপর্যায়ে স্বামী-স্ত্রী মিলে একটি লোহার পাইপ দিয়ে ছেলেকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই মারা যান হাসান।
পরে দম্পতি বাকেরগঞ্জ থানায় গিয়ে ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়ে আত্মসমর্পণ করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে নিহতের বাবা-মা থানায় এসে ছেলেকে হত্যা করার কথা জানান। সন্ধ্যায় হাসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।