Tuesday, July 8, 2025
26.1 C
Dhaka

ভয়াবহ ভাঙনে জাজিরায় পদ্মার থাবা, মুহূর্তেই বিলীন ১৯ স্থাপনা

পদ্মার ভাঙনে জাজিরার নাওডোবায় বিলীন ১৯ স্থাপনা, আতঙ্কে শতাধিক পরিবার

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্পের আওতায় নির্মিত নদী রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্তত ১৯টি স্থাপনা মুহূর্তেই নদীতে বিলীন হয়ে গেছে।

সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে হঠাৎ করে বাঁধে ধস নামতে শুরু করে। বিকেল ৪টার পর ভাঙনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। কয়েক ঘণ্টার মধ্যেই ছয়টি পরিবারের বসতবাড়ি এবং ১৩টি দোকানপাট পদ্মায় তলিয়ে যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো মাঝিকান্দি-নাওডোবা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক স্থাপনা নদীতে তলিয়ে যায়। পদ্মার প্রবল স্রোতের কারণে আলম খার কান্দি, উকিল উদ্দিন মুন্সি কান্দি এবং ওছিম উদ্দিন মুন্সি কান্দি গ্রামের অন্তত ৬০০ পরিবার এখন সরাসরি ভাঙনের হুমকিতে রয়েছে। অনেকেই রাতের আঁধারে ঘরবাড়ি ও ব্যবসার মালামাল সরিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সেতুর পূর্ব পাশে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার দীর্ঘ রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে গত বছর নভেম্বর, চলতি বছরের ৮ জুন এবং সর্বশেষ সোমবারের ভাঙনে ওই এলাকায় ব্যাপক ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, একাধিকবার ভাঙনের পূর্বাভাস দেওয়ার পরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তারা স্থায়ী ও টেকসই রক্ষা বাঁধ নির্মাণের জোর দাবি জানান, নতুবা পুরো জাজিরা নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. নাসির উদ্দিন বলেন, “দুপুরে দেখি বাঁধের মাটি সরতে শুরু করেছে। কিছুক্ষণ পরেই একে একে দোকান আর বাড়িগুলো নদীতে তলিয়ে যায়। আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। এখনই স্থায়ী বাঁধ না হলে সব শেষ হয়ে যাবে।”

ইউপি সদস্য মো. জলিল সরদার বলেন, “নদীতে কয়েক দিন ধরেই তীব্র স্রোত দেখা গেছে। বাঁধে ফাটলও ছিল, কিন্তু কর্তৃপক্ষকে জানালেও তারা গুরুত্ব দেয়নি। এ অবহেলার ফলেই আজকের ভয়াবহ বিপর্যয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, “ভাঙন রোধে প্রশাসন জরুরি ব্যবস্থা নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে নেওয়া, ত্রাণ সহায়তা দেওয়া এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে।”

পাউবোর নির্বাহী প্রকৌশলী তারেক হাসান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাঙনের দৈর্ঘ্য প্রায় ২০০ মিটার। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এখানে অস্থায়ী বাঁধ নির্মাণ করেছিল। ভাঙন ঠেকাতে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধ ফেনী, ভোগান্তিতে জনজীবন

ফেনীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪...

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে শুল্ক কমার আশা অর্থ উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যসংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে...

ইতিহাসের সামনে বাংলাদেশ, তবে শঙ্কা বৃষ্টির

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে...

ইউক্রেনকে আবারও অস্ত্র সহায়তার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে নতুন করে অস্ত্র সহায়তা...

ক্লাব বিশ্বকাপে পিএসজির মুখোমুখি এমবাপ্পে, মাঠের লড়াইয়ে ফিরে এলো পুরোনো উত্তাপ

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার রাতেই মাঠে মুখোমুখি হচ্ছে পিএসজি...

গাজায় বিস্ফোরণ ও গুলিতে ইসরায়েলের ৫ সেনা নিহত

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাবাহিনীর পাঁচ...

বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে নতুন চমক, পাকিস্তান দল ঘোষণা

বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড ঘোষণা, বাদ...

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা

রাজধানীর গাবতলীতে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে বাংলা চলচ্চিত্রের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img