Monday, May 12, 2025
26 C
Dhaka

ব্রিজ থাকলেও ৫ গ্রামের মানুষ করতে পারচ্ছে না চলাচল

আনিস মিয়া
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ঘাগড়া চৌরাস্তা বাজারে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৬ সালের মার্চ মাসে ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিলো একটি নতুন আরসিসি ব্রিজ।

দাপুনিয়া-চুরখাই বাইপাস সড়ক ধরে কয়েক কিলোমিটার সামনেই ঘাগড়া চৌরাস্তা বাজার। এ বাজারের মাঝখানে সুতিয়া নদীর ওপর আরসিসি ব্রিজ নির্মাণের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৬ সালের মার্চ মাসে মেসার্স তমাল এন্টার প্রাইজকে এ ব্রিজ নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের এপ্রিলে তমাল এন্টার প্রাইজ নির্মাণ কাজ শেষ করে।
সেই সাথে দাপুনিয়া ইউনিয়নের ঘাগড়া চৌরাস্তা বাজারের প্রায় ৫ গ্রামের বসবাসরত কয়েক হাজার মানুষের জীবন যাএার মান ও চলাচলের উপযোগী হয় এতে করে দাপুনিয়া-চুরখাই বাইপাস সড়কে সহজেই মালামাল সহ অসুস্থ্য থাকা রোগীকে সহজেই হাসপাতালে আনা নেওয়ার সুবিধা হয়েছে।
সবোপরী ব্রিজটি নির্মাণের মধ্যে দিয়ে পূরণ হয়েছে ৫থেকে ৬ টি গ্রামে বসবাসরত হাজার হাজার মানুষে শত বছরের লালিত স্বপ্ন পূরণ হয়েছে।

কিন্তু হাজার হাজার মানুষের লালিত স্বপ্ন অকূরের বিনষ্ঠ করে দিচ্ছে স্থানীয় প্রভাবশালী এক মহল ।সুতিয়া নদীর ওপর ব্রিজের ঠিক সামনের সড়কটিতে নির্মাণ করেছেন সীমানা প্রাচীর। তাদের দাবী, নিজ মালিকানা জমির উপর দিয়ে রাস্তা দিবেন না।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ২০ থেকে ২২ দিন আগে হঠাৎ করেই স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ব্রিজের সামনে যাতায়াতের রাস্তাকে নিজের জমি দাবি করে সীমানা প্রাচীর নির্মাণ করেন।

রাস্তার উপর সীমানা প্রাচীর নির্মাণ প্রসঙ্গে যার উপর এ অভিযোগ উঠেছিলো তিনি জানায় , আমার সাফকাওলা ৪ শতাংশ জমির উপর দিয়ে ব্রিজের রাস্তা হয়েছে। ব্রিজ নির্মাণের আগেই আমি একটি অভিযোগ দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ আমলে নেয়নি। তিনি বলেন, রাস্তার পশ্চিম পাশে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে। সেটি উচ্ছেদ করলে জনস্বার্থে আমি আমার নিজের জায়গা রাস্তার জন্য দিয়ে দিব।
তার দাবি উপজেলা প্রশাসনের গলদ পরিকল্পনার কারণে সরকারের প্রায় অর্ধ কোটি টাকার ব্রিজ গচ্ছা যেতে বসেছে।

তবে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহম্মদ মুবিনুর রহমান কাচ্ছ থেকে জানা যায় , এ ব্রিজ নির্মাণের সময় তিনি বাঁধা দেননি। আপত্তিও তুলেননি।

এলাকাবাসীরা বলেন, ব্রিজ সংলগ্ন সরকারি জমিতে পাকা দালান ঘর নির্মাণ করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ।

এ ব্যাপারে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সরকারি জমিতে অবৈধ স্থাপনা থাকলে সেটি উচ্ছেদ করা হবে এবং সেখান দিয়ে নতুন রাস্তা করা হবে। এটি উচ্ছেদের পর তিনি আমাদের জমি দিলে আমরা নিয়ে নিবে। তবে এলাকাবাসীরা দাবি তাদের রাস্তা চাইই চাই।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

সিরাজদিখানে অপারেশন ডেভিল হান্টে আওয়ামীলীগ নেতা ফেরদৌস গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ফেরদৌস (৫৫)...

আইএসপিএবি ২০২৫ নির্বাচনে আমিনুল হাকিমের নেতৃত্বে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল

আসন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫–২০২৭...

বাংলাদেশ থেকে ১.৫ মিলিয়ন টন আম নিতে আগ্রহী চীন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়া ঘাসুড়া এলাকার একটি রপ্তানিযোগ্য আমবাগান...

‘স্টারলিংক‘-এর লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টারলিংক‘-এর লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img