ছাগল বিক্রি করতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল নারীর মরদেহ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা গ্রামে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে সুফিয়া খাতুন (৩৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছাগল বিক্রি করতে গিয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর বৃহস্পতিবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত সুফিয়া ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ঢাকনা খুলে লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজের ঘটনায় সুফিয়ার ছোট ভাই মো. ইলিয়াছ ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পরনের কাপড় দেখে লাশ শনাক্ত করেন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
ঘটনার তদন্তে পুলিশ প্রযুক্তির সহায়তায় রোহন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তাঁর কাছ থেকে নিহতের মুঠোফোন উদ্ধার করা হয়েছে, যেটি তিনি ভিন্ন সিম দিয়ে ব্যবহার করছিলেন। আটক রোহনের বাড়ি ঘটনার স্থানের পাশেই।
পুলিশের প্রাথমিক ধারণা, সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে রোহনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।