আনিস মিয়া
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলায় ঘোষগাঁও পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা গতকাল দুপুর ১২টায় শুরু হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা নারী নেত্রী মঞ্জুয়ারা বেগম, ঘোষগাঁও পল্লী উন্নয়ন সংস্থার কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী, সাংবাদিক সহ অনেকেই। এই কর্মশালায় উক্ত সংস্থার চেয়ারম্যান ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বাল্য বিয়ের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন এবং তা প্রতিরোধে সকলকে অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান।