মেহেদী হাসান(বিশেষ প্রতিনিধি)
আজ ২৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার মুক্তাগাছা আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস.জাতীয় সদর দফতর এর পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস,ময়মনসিংহ অঞ্চল এর ব্যবস্থাপনায় ৮০জন প্রশিক্ষণার্থী কে আইনী সহায়তা ও ভূমি ব্যবস্থাপনা ওরিয়েন্টেশন প্রশিক্ষণ দেয়া হয়। ওরিয়েন্টেশন কোর্স এ, সভাপত্বিত করেন,ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান ড.গাজী হাসান কামাল ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড.খান মোঃপীরই আজম-জাতীয় উপ-কমিশনার ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্দা জনাব জামাল উদ্দিন আকন্দ- সম্পাদক বাংলাদেশ স্কাউটস,ময়মনসিংহ অঞ্চল, শুভেচ্ছা বক্তব্য রাখেন,জনাব আবু মোতালেব খান-প্রকল্প পরিচালক বাংলাদেশ স্কাউটস, এ এস এম আব্দুল খালেক-কমিশনার, বাংলাদেশ স্কাউটস,ময়মনসিংহ অঞ্চল।
ধন্যবাদ জ্ঞাপন করেন, জনাব স্বপন কুমার দাস-উপ পরিচালক ,বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল।