এম.এস.রিয়াদ (বরগুনা) :
“যেতে নাহি দিবো হায়, তবু যেতে দিতে হয়-তবু চলে যায়” ভারাক্রান্ত হৃদয় নিয়ে এমনই কবিতার ভাবার্থ দিয়ে বিদায় নিয়েছেন; গণপূর্ত বিভাগের বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর। চাকুরির খাতিরে কর্মস্থল পরিবর্তণ করে মানিকগঞ্জে বদলী হয়ে যাওয়ায় বরগুনা গণপূর্ত বিভাগের আয়োজনে আজ রোববার (৪ আগস্ট) তাঁকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বিদায়ী সংবর্ধনায় অতিথিদের মধ্যে উপস্থিত থেকে তাঁকে মলিনতা সুরে ও বরগুনার কর্মস্থলে সুন্দর ও স্বাবলীল কৃতকর্মের মূল্যায়নের মধ্য দিয়ে বিদায় জানান, প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সিভিল সার্জন ডাঃ হুমায়ূন শাহীন খাঁন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির প্রমূখ।
এসময় বরগুনা গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার আবুল হাসান, হিমাদ্রী শেখর দেবনাথ কেশব, গোলাম জাকারিয়া কিরণসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী সংবর্ধনায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ কামরুজ্জামান।
উল্লেখ্য, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর গত ২০১৬ সালের মার্চ মাসের ৯ তারিখে বরগুনায় যোগদান করেন। তিন বছর পাঁচ মাস পরে তিনি মানিকগঞ্জ জেলায় বদলী হয়েছেন। বিদায়ী সংবর্ধনা শেষে নির্বাহী প্রকৌশলী আবু জাফরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয় গণপূর্তের কর্মকর্তাবৃন্দ। পরে নির্বাহী প্রকৌশলী আমন্ত্রিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন।