বদরুল ইসলাম (বরগুনা)
“জলবায়ু অর্থায়ন প্রকল্প বাস্তবায়নে চাই সচ্ছতা, সততা, জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অংশগ্রহণ” এমন বিষয়কে সামনে রেখে বরগুনা জেলার উপজেলা আমতলীতে অনুষ্ঠিত হয়েছে গণশুনানি।
রবিবার ০৯ সেপ্টেম্বর আমতলী পৌরসভা মিলনায়তনে পৌর কর্তৃপক্ষের সাথে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বরগুনা জেলার টিআইবি-সনাক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার জন্য আমতলী পৌরসভার অন্তর্গত জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় আরসিসি ড্রেন ও সোলার বাতি স্থাপন বাস্তবায়নকারী সংস্থা আমতলী পৌর কর্তৃপক্ষের সাথে গণশুনানিতে অংশ নেন পাঁচ শতাধিক লোক।
পৌর মেয়র মতিয়ার রহমান উপস্থিত থেকে এই প্রকল্প বাস্তবায়নে পৌর নাগরিকদের নানান প্রশ্নের জবাব দেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার কাউন্সিলরগণ, বরগুনা জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বরগুনার সনাক সদস্যগণ।
অত্র গণশুনানিতে সভাপতিত্ব করেন বরগুনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)ও সচেতন নাগরিক কমিটি(সনাক) এর সভাপতি আলহাজ্ব আঃ রব ফকির। তিনি বলেন প্রকল্প বাস্তবায়নে চাই সচ্ছতা, জবাবদিহিতা ও সততা। এজন্য গণশুনানির প্রয়োজন আছে। তিনি আরও জানান যে, আমতলীতে অনুষ্ঠিত এই গণশুনানিটি সুন্দরভাবে সফল হয়েছে।