বদরুল ইসলাম (বরগুনা)
অ্যাডভোকেসি এন্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার (অ্যালাক)-এ আগত সেবাগ্রহীতাদের চাহিদার আলোকে বরগুনায় পাসপোর্ট সেবা দুর্নীতিমুক্ত রাখতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে একসাথে, চাই পাসপোর্ট সেবা খাতে সচ্ছতা ও জবাবদিহিতা” এমন বিষয়কে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে বরগুনার টিআইবি-সনাকের কার্যালয়ে ১২ সেপ্টেম্বর রোজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় এ পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। এতে বরগুনা জেলা পাসপোর্ট অফিসের সহকারি উপ পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন বরগুনার সনাক সদস্য প্রতাপ চন্দ্র বিশ্বাস, সুখ রঞ্জন শীল, মনির হোসেন কামাল, নাজমা বেগম।
এছাড়াও বরগুনা টিআইবি-সনাকের এরিয়া ম্যানেজার জনাব আবু বকর সিদ্দিক ও অ্যালাক ফ্যাসিলেলেটর মোঃ শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
অত্র পরামর্শ সভায় উপস্থিত ছিলেন বরগুনার টিআইবি-সনাকের সভাপতি আলহাজ্ব আঃ রব ফকির। তিনি বলেন, আমরা দালাল ও দুর্নীতিমুক্ত পাসপোর্ট সেবা ও অফিস চাই। জনগণ যেন দুর্নীতির কারণে হয়রানির শিকার না হয়। বরগুনার এই পাসপোর্ট অফিস হতে হবে সচ্ছ, পাসপোর্ট সেবায় থাকবে সচ্ছতা ও জবাবদিহিতা।
উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন অ্যালাক সাব কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান। তিনি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন, এবং পাসপোর্ট অফিসের সহকারি উপ পরিচালক দুর্নীতিমুক্ত পাসপোর্ট সেবার ব্যাপারে আশ্বাস দেন।
উল্লেখ্য, ২০১৭ সালে টিআইবির খানা জরিপ প্রতিবেদনে সম্প্রতি পাসপোর্ট অফিস দুর্নীতিতে দ্বিতীয় হয় এবং এতে সনাক গভীর উদ্বেগ প্রকাশ করে।