বদরুল ইসলাম (বরগুনা)
টিআইবি-সনাকের সহযোগিতায় বরগুনায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা এবং বরগুনা উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, এ দুটি কর্মশালাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৩০ আগষ্ট “তথ্যই শক্তি-জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য অধিকার আইন বাস্তবায়নে বিভিন্ন সরকারি-বেসরকারি তথ্য প্রদান ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালাটি বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ারুল নাসের। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বরগুনা জেলা টিআইবি-সনাকের সভাপতি আলহাজ্ব মোঃ আঃ রব ফকির। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তথ্য অধিকার কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা। তথ্য অধিকার আইন অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি প্রোগ্রামার জনাব মোঃ মিলন গাজী। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ অনলাইনে প্রদান করা হয়।
বুধবার ২৯ আগষ্ট উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, এ কর্মশালাটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, এবং স্বাগত বক্তব্য রাখেন টিআইবি-সনাকের বরগুনা জেলা সভাপতি আলহাজ্ব মোঃ আঃ রব ফকির। উক্ত কর্মশালায় প্রশিক্ষণ দেন টিআইবির বিভাগীয় প্রোগ্রামার কর্মকর্তা জনাব ফিরোজ উদ্দীন। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও তথ্য অধিকার বাস্তবায়নের অবেক্ষণ ও পরীক্ষণ কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।