বদরুল ইসলাম
বরগুনায় জেলা প্রশাসনের আয়োজনে এই প্রথমবারের মত আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন করা হয়। এতে সহযোগিতা করে বরগুনা জেলার টিআইবি-সনাক ও ব্রাক।
“মুক্ত সমাজের জন্য উত্তম আইন; টেকসই উন্নয়নে তথ্যে অভিগমন” এই প্রতিপাদ্যকে এবং “তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি দূর্নীতি থেকে মুক্তি” এমন শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই তথ্য জানার অধিকার দিবস পালন করা হয়।
২৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল সাড়ে আটটায় টিআইবি-সনাকের ব্যানারে এই দিবস উপলক্ষে মানববন্ধন হয়। এতে গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল ০৯ টায় শুরু হয় র্যালি। এটি বরগুনা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে।
সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা। এই সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মোখলেসুর রহমান। উদ্বোধনী বক্তৃতা দেন সাবেক সনাক সভাপতি অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান। উক্ত আলোচনা সভার সঞ্চালক ছিলেন সনাক সদস্য মোঃ মনির হোসেন কামাল। এবং তথ্য জানার অধিকার সম্পর্কে বিভিন্ন বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন টিআইবি-সনাকের এরিয়া ম্যানেজার জনাব মোঃ আবু বকর সিদ্দিক। এ বিষয়ে আলোচনা করেন বরগুনা সিভিল সার্জন জনাব মোঃ হুমায়ুন শাহীন খান সনাক সদস্য জনাব মোঃ শামসুদ্দীন খান, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জনাব মোঃ আঃ রশিদ, বরগুনার ব্রাক কর্মকর্তাগণ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিসহ বরগুনা জেলা টিআইবি-সনাকের সুযোগ্য সভাপতি আলহাজ্ব আঃ রব ফকির।
আলোচকগণ তাদের বক্তব্যে তথ্য জানার অধিকার ও আইন সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও উক্ত আলোচনা সভায় বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন বরগুনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকির হোসেন বাচ্চু। তিনি তার আলোচনার মাধ্যমে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।