নজরুল ইসলাম নাহিদ
আবারো সেই ১৯৮৮ সালের মতই ভেঙ্গে গেলো ভূঞাপুর তারাকান্দি যমুনা (কাউয়ামারা) বেড়িবাঁধ সড়ক !!! ফলে টাংগাইলের ভূয়াপুর, গোপালপুর,মধুপুর গতকাল ১৭ আগস্ট ২০১৭ সাল রাত প্রায় ১ টা ২০ মিনিটের সময় ভূঞাপুর-তারাকান্দি যমুনা রক্ষা বাঁধের স্থল প্রাইমারী স্কুলের কাছে কাউয়ামারা পয়েন্টের বাঁধ ভেঙে গেছে৷ বাঁধ রক্ষায় গত তিন দিন ধরে জামালপুর পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথসহ স্থানীয় মানুষজন বালির বস্তা ও জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁধটি রক্ষা করা গেল না। বাঁধটি ভেঙে যাওয়ায় জামালপুর ও টাঙ্গাইল জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দুই জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে পড়বে ঘাটাইল সেনানিবাসও।
পানির ঢল নামছে ঢাকা উত্তরবঙ্গের মহাসড়কের উপর এলেঙ্গা নামক স্থানে । প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম৷ সর্বহারা হচ্ছে শত শত পরিবার, পানির বিকট গর্জন ও তীব্র বেগে ভাসিয়ে নিচ্ছে সব৷এই অন্ধকার রাতে দিশেহারা হয়ে হাজার হাজার মানুষ প্রাণহানির আশংকায় ঘরবাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ে যে যেদিকে পারছে ছুটাছুটি করছে৷ উঁচু জায়গায় নিরাপদে অবস্থানের জন্য একের পর এক আসতে থাকে সাবধানবাণী। সবাইকে মাইকে মাইকে বারবার যা জানিয়ে দেয়া হচ্ছে সতর্ক থাকার জন্য। শুকনো খাবার, প্রয়োজনীয় কাগজপত্র, খাবার স্যালাইন, ঔষুধ, বাচ্চা, বৃদ্ধ,মহিলা মানুষ,গবাদি পশু-পাখি কে নিরাপদ জাগায় অবস্থান করান। সবাই সর্তক থাকুন।দেশের উত্তারাঞ্চলের বিভিন্ন জেলা সহ তথা আমার জেলা টাঙ্গাইল ও আজ ভয়াবহ দূর্যোগের মুখে। সবাই দোয়া ও যথাসাধ্য ত্রাণ সংগ্রহ করে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করা হলো।এই দুর্যোগের এই কবল থেকে মহান আল্লাহ তায়ালা সকলকে রক্ষা করুণ ।