ইমরান হোসাইন
ছবির প্রতি ভালোলাগা সবারই আছে আর আপনার ছবি তোলার বিনিময়ে প্রাপ্ত অর্থ যদি ব্যয় করা হয় মানবতার সেবায় তাহলে সেই ভালোলাগা আরো বহুগুণ বেড়ে যায়। তেমনি একটি ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর প্রয়াসে নিল চাটগাঁর ছবিয়াল। গতকাল চট্টগ্রামের সি আর বি শিরিষতলায় বন্যায়দূর্গত মানুষের সহযোগীতার জন্য আয়োজন করা হয় ফ্রি ফটোশুট, এব্যাপরে চাটগাঁর ছবিয়ালের এডমিন মোঃ রুবেল বলেন, বন্যদূর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এই আয়োজন, এই ফ্রি ফটোশুটের মাধ্যমে একজন ব্যক্তি নিজের কিছু আনন্দনঘন মূহর্তকে ফ্রেম বন্ধি করতে পারছে পাশাপাশি সে মানবতার সেবাই যুক্ত হতে পারছে, নিজেকে শরিক করতে পারছে বন্যার্ত মানুষের পাশে।
ছবিতুলতে আসা আতিকুর রহমান নামে একজন ছাত্র চাটগাঁর ছবিয়ালকে সাধুবাদ জানিয়ে বলেন, এখানে ছবি তুলতে এসে ভাল লেগেছি, আমার নিজেরও তোলা হলো সাথে মানুষের সেবায়ও সরিক হতে পারলাম। এসময় সেচ্ছাসেবী হিসেবে আরো উপস্থিত ছিলেন দুব্র নীল, ফরহাদ, রাইহান, মিঠুন ঘোষ, নুর ভূইয়া, হিমাদি হামিদ,নাসিম তালুকদার এম এ তুহিন, ইমরান ইমু, মোহাম্মদ রানা, জিহান আহম্মেদ, আশিক মুন্না সাইদ চৌধুরী, আবির, ইমরান হোসাইন সহ আরো অনেকেই। সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে এই ক্যাম্প, আগামীকাল শেষ হবে তাদের এই আয়োজন।