হাসান আল সাকিব
মঙ্গল শোভাযাত্রা,বণার্ঢ্য র্যালি ও নানা আয়োজনে রংপুর মহানগরীতে নব বর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনে রংপুর নগরীতে হাজার হাজার নারী পুরুষ আর শিশুদের মিলন মেলা বসেছে রংপুর শহীদ মিনার মাঠে। সকালে রংপুর জেলা স্কুল মাঠে রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ বেলুন উড়িয়ে বৈশাখী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতানা পারভিন,জেলা পরিষদের প্রশাসক সফুরা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল থেকেই সেখানে প্রশাসনের আয়োজনে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যসহ বৈশাখের নানা অনুষ্ঠান। পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়াও নগরীর পাড়া মহল্লা জুড়ে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ। রংপুর জেলার সব উপজেলায় বৈশাখ উপলক্ষে শুরু হয়েছে বৈশাখী মেলা।