আঞ্চলিক ডেস্ক
_তানভীর ইবনে কবির
ANTI SMOKING ORGANISATION – ASO বগুড়ার শেরপুর শাখার কার্যক্রম কে বেগবান করার লক্ষে আজ বিকাল ৪ ঘটিকায় বগুড়ার শেরপুর উপজেলার VTI মাঠ প্রাঙ্গণে তানভীর ইবনে কবির(১৪) এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শেরপুর শাখার সকল সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা ধূমপানের কুফল, তরুণ সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। ধূমপান মুক্ত সমাজ গঠনে তারা তাদের মতামত বিনিময় করে।

এসময় ASO এর এক সিনিয়র সদস্য তার বক্তব্যে বলেন, “ধূমপানের বিষয়ে নিজের পরিবার থেকে সচেতনাতা শুরু করা উচিত।”
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ASO এর প্রতিষ্ঠাতা ও জাতীয় পরিচালনা পরিষদের সভাপতি ‘এস.এম সাজিদ হাসান শান্ত'(১৮)। তিনি তার বক্তব্যে বলেন, “শতকরা ৯২ জন মাদকাসক্ত ব্যক্তি ধূমপানের মাধ্যমেই মাদকের জগতে প্রবেশ করে। তাই আমাদের এই ধূমপান থেকেই বিরত থাকতে হবে।”
এই সংস্থাটি প্রায় ৪ বছর হলো “এসো ধূমপান মুক্ত পৃথিবী গড়ি” এই স্লোগানে কাজ করে যাচ্ছে। এমন কি “ANTI SMOKING ORGANISATION”- (ASO) সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহন করে থাকে।