নাজমুল হোসেন
বগুড়া
বগুড়ার শেরপুরের ভাদাইকুড়ি গ্রামে গলায় ফাঁস দিয়ে রাজকুমার সরকার (১৭) নামের দশম শ্রেনীর এক ছাত্র আত্মহত্যা করেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাদাইকুড়ি গ্রামের অম্বরলাল সরকারের ছেলে রাজকুমার সরকার শুক্রবার ভোররাতে তার শয়নকে নাইলনের রশি দিয়ে গলায় ফাসঁ দেয়।
পুলিশ শুক্রবার বেলা ১০টায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সে পার্শ্ববর্তী দোয়ারসাড়া মডেল স্কুলের দশম শ্রেনীর ছাত্র। পরীায় ফলাফল খারাপ হওয়ায় অভিমান করে সে গলায় ফাঁস দিয়েছে বলে তার নিকটাত্মীয়রা জানিয়েছেন।
শেরপুর থানার এসআই মো: আতিক জানান, তার লাশ ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্যের অনুমতি দেয়া হয়েছে।