মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ – (বগুড়া) প্রতিনিধি
বুধবার সকাল ৯ টার দিকে বগুড়ার শাজাহানপুরের পারতেখুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাকের ধাক্কায় লেগুনার ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে নিহত হয় ৫ যাত্রী এবং আহত হয়েছেন আরও ৭ জন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন বগুড়া সদরের কুকরুল গ্রামের বেসরকারি সংস্থা টিএমএসএসের অডিট অফিসার আরিফুল ইসলাম সুমন (২৮), নন্দীগ্রাম উপজেলার নিমগ্রাম পূর্বপাড়ার মোখলেসুর রহমান (৫২), একই উপজেলার চাকলমা গ্রামের রমজান আলী (৬০), শাজাহানপুর উপজেলার খাদাস পশ্চিমপাড়ার ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫০) ও শেরপুরের ফিকিন্দা গ্রামের ফারুক হোসেন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায় বগুড়ার শাকপালা ছেড়ে আসা নন্দীগ্রামগামী একটি যাত্রীবোঝাই লেগুনা (হিউম্যান হল্যার) বুধবার সকাল ৯টা ১০ মিনিটে শাজাহানপুরের পারতেখুর এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় নন্দীগ্রাম থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সামনে থেকে লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনার হেলপারসহ অন্যান্য যাত্রীরা আহত হয়। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন জন মারা যায়।