মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া প্রতিনিধি)
চলতি ইরি-বোরো মৌসুমে ব্যপক ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ধানের বাম্পার ফলনের পর সরকারী ভাবে চাল ক্রয় করায় খানিকটা লাভের আশা দেখছেন স্থানীয় কৃষক ও মিলাররা। কাহালু উপজেলায় বোরো মৌসুমে চালকলের পাক্ষিক ছাটাই ক্ষমতা অনুযায়ী প্রাপ্ত লক্ষ্যমাত্রার মিল ভিত্তিক বিভাজন চলছে। কাহালু এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) খাদ্য গুদাম মোট ২১৫ জন মিলারের সাথে চুক্তি করে।
এর মধ্যে ২১৪ জন হ্যাসকিং মিলার ও ১ জন অটো মিলার। ২রা মে থেকে চাল সংগ্রহ শুরু করার কথা থাকলেও আবহাওয়ার প্রতিকূলতার জন্য আজ থেকে আগামী ৩১শে আগষ্ট পর্যন্ত সময়ে বাংলাদেশ সরকার মিলারদের কাছ থেকে ৩৮টাকা কেজি দরে চাল ক্রয় করবে। এ বছরে ৪১.৯৮ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে বলে জানান কাহালু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম সবুজ।