আগামী ৮ এপ্রিল, রবিবার ঠিক দুপুর ৩.১০ এ বিডি ক্লিন ময়মনসিংহের ধারাবাহিক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের অন্যতম প্রসিদ্ধ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল এর ছাত্র শিক্ষকদের সহযোগিতায় পরিচ্ছন্নতার মহা উৎসব আয়োজন করা হয়েছে।
আমারা থাকব প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল এ আপনিও আমন্ত্রিত।
ময়মনসিংহের জন্য, ময়মনসিংহের তরুণদের জন্য স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় পরিচ্ছন্ন সোনার বাংলা গড়তে প্রতিজ্ঞাবদ্ধ BD Clean – Mymensingh
দাবি মোদের একটাই
পরিচ্ছন্ন শহর চাই।।
যেখানে সেখানে ময়লা
ফেলব না ফেলব না