নওগাঁর সাপাহার উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কিশোর কুদরত আলীকে (১৫) হত্যার ঘটনায় একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বর্তমানে ২৭ বছর বয়সী। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ
২০১৩ সালের ৭ জুন সাপাহার উপজেলার বিদ্যানন্দী গ্রামের বিননকান্দেরা মাঠে তৎকালীন ১৬ বছর বয়সী এক কিশোরের সঙ্গে কুদরতের বাকবিতণ্ডা হয় পাওনা টাকা নিয়ে। একপর্যায়ে অভিযুক্ত কিশোর কুদরতকে কোলে তুলে আছাড় মারলে সে গুরুতর আহত হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর কুদরতের বাবা সাপাহার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন।
পক্ষগুলোর প্রতিক্রিয়া
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি রেজাউল করিম, যিনি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক জানিয়েছেন, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।