পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসবে বিডি ক্লিন ময়মনসিংহ ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান ও সার্কিট হাউজ মাঠে।সদস্য সংগ্রহ, নতুন বছরে পরিচ্ছন্নতার বার্তা পৌছে দেয়া সহ আলপনা একে দেয়া, নানান আয়োজন ছিল সারদিন জুড়ে।
পরিচ্ছন্নতার বার্তা পৌছে যাক সবার মাঝে, গড়ে উঠুক পরিচ্ছন্ন ময়মনসিংহ – নতুন বছরে এই কামনা বিডি ক্লিন ময়মনসিংহের।ময়মনসিংহের জন্য, ময়মনসিংহের তরুণদের জন্য স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় পরিচ্ছন্ন সোনার বাংলা গড়তে প্রতিজ্ঞাবদ্ধ BD Clean – Mymensingh<img