রেজা শাহীনঃ
জাতীয় শিশু দিবস উপলক্ষে মুসাফির ফাউন্ডেশন পথশিশুদের নিয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে শিশুদের নিয়ে কেক কাটার পাশাপাশি গান- ছড়া-কবিতা আবৃত্তি অনুষ্ঠানের অায়োজন করে ।
শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে শিশুদের দিয়ে মায়ের ভাষা নামে ছড়াটি অাবৃত্তি করানো হয়েছে। মুসাফির ফাউন্ডেশন এগিয়ে চলেছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। যারা পড়তে ইচ্ছুক কিন্তু পড়ালেখার করার সুযোগ পাচ্ছে না তাদেরকে স্কুলে ভর্তি করে পড়ালেখার সুযোগ করে দিচ্ছে মুসাফির ফাউন্ডেশন।
এ বিষয়ে মুসাফির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুসাফির ইমরান বলেন, সমাজে যেন সুযোগ সুবিধার অভাবে কোনো শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে না যায়। দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই শিশুদের নিয়ে কাজ করতে হবে। শিশুদের কে ভালবাসতে হবে। তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মুসাফির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সারোয়ার সানি, সহ সভাপতি সাদিকুল ইসলাম, সুমি আক্তার, নুরজাহান, রেজা, ফাহিম, খলিল সহ মুসাফির ফাউন্ডেশন সদস্যবৃন্দ।