উপকূলীয় জেলা নোয়াখালীর চারটি উপজেলায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষা আগামী দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার রাত আটটায় জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের চলাচলের রাস্তাঘাট পানির নিচে চলে যাওয়ায় পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
জেলা শিক্ষা কর্মকর্তা জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধে তিনি আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়নি।
তিনি বলেন, “পরীক্ষা একটি স্পর্শকাতর বিষয়। তাই শুধু পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শুক্র ও শনিবার প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, আশা করি এর মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।”
তবে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, এই বিষয়ে তাঁর সঙ্গে শিক্ষা কর্মকর্তার আলোচনা হয়নি। তিনি জানান, বিষয়টি নিয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।