রাশেদুল ইসলাম
নেলসন ম্যান্ডেলার জন্ম শতবার্ষিকী উপলক্ষে ইন্টারন্যাশনাল সার্ভিস প্রজেক্টের আওতায় রোটার্যাক্ট ক্লাব অব দম্বিভলি মিডটাউন ইউথ এর আহবানে বিশ্বের ১০০টিরও অধিক রোটার্যাক্ট ক্লাবের সঙ্গে একযোগে নেলসন ম্যান্ডেলার জন্মদিন পালন করল রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর নবীনতম ও রোটারী ক্লাব অব চিটাগাং রিভার শাইনের স্পন্সরকৃত ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং রিভার শাইন।
বুধবার ১৮ই জুলাই বন্দরনগরী চট্টগ্রামের লালখানবাজারস্থ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান “বর্ণছড়া” স্কুলের এক কক্ষে শিশুদের পাঠদান ও বিভিন্ন সামগ্রী বিতরনের মধ্য দিয়ে উক্ত দিবস পালন করেন রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং রিভার শাইনের সদস্যবৃন্দ।
প্রায় ৬৭ মিনিট ধরে চলা উক্ত অনুষ্ঠানে শিশুদের বর্ণবৈষম্য ও এর বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলার সংগ্রামী আন্দোলনের বিষয়ে বিভিন্ন তথ্য জানানো হয়। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন করনীয় নিয়ে তাদের সচেতন করা হয়।