বিশেষ প্রতিনিধি
গত ২৮ আগস্ট বুধবার চট্টগ্রামের যুব রেড ক্রিসেন্ট নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিটের উদ্যোগে পার্শ্ববর্তী স্কুল নাসিরাবাদ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব ইকবাল আজম চৌধুরী।।
আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরাবাদ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা ফারহানা নাজনীন।
এছাড়াও নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে এতে উপস্থিত ছিলেন —– সানিয়াতুল ইসলাম শাওন, মোঃ মাঈনুদ্দীন হাসান,তানজিমুল ইসলাম রাহাত,দীপ্ত রায়,মেহেদী ইমাম উৎস,জায়েদ আনোয়ার খান,মোজাইদুল ইসলাম নাফিজ,সোলায়মান নূর রাফিদ,মারুফুল ইসলাম সিয়াম,প্রত্যয় বড়ুয়া।