মো: হামজার রহমান শামীম :
বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলা ও জেলা রোভারের পরিচালনায় ইয়ুথ মেন্টাল হেলথ ফাস্ট এইড কোর্স গত ০২-০৩ মে ২০১৮ তারিখে নালিতাবাড়ীর নাজমুল স্মৃতি বিশ^বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কোর্সে মোট অংশগ্রহণকারী ছিল ২০ জন এবং কোর্স স্টাফ ছিল ০৪ জন। অংশগ্রহনকারীদের চারটি গ্রুপে ভাগ করা হয়। যথা: উদ্বিগ্নতা, বিষন্নতা, আতœহত্যা ও সেল্ফহার্ম।
কোর্স স্টাফ হিসেবে স্কাউটার মো: আল আমিন কবির পিআরএস, স্কাউটার মো: মাশহুরুল হক রাজন,স্কাউটার মো: হামজার রহমান শামীম, সিএএলটি, স্কাউটার এ এস এম রুহুল হায়দার শামীম। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন থেকে করে গার্ল ইন রোভার মীম, গীতা পাঠ করে রোভার সাজন, ব্যক্তিগত পরিচিতির পর স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা রোভারের সম্পাদক এ এসস এম রুহুল হায়দার শামীম, আলোচনা করেন প্রশিক্ষকগণ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক মো: হামজার রহমান শামীম। দুইদিনের কোর্স শিডিউল অনুযায়ী কোর্স পরিচালিত হয়।
কোর্সে অনেক বিষয়ে গ্রুপ ওয়ার্ক করানো হয়। বিভিন্নজনের কেস স্ট্যাডি শোনে আলোচনা করা হয়। বিষন্নতা, উদ্বিগ্নতা, আতœহত্যা ও সেল্ফ হার্ম থেকে নিজেকে দূরে রাখার এবং অন্যকে দূরে রাখার উপায় নিয়ে আলোচনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটস, নালিতাবাড়ী উপজেলার সম্মানীত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, নালিতাবাড়ী জনাব তরফদার সোহেল রহমান, সভাপতিত্ব করেন নাজমুল স্মৃতি বিশ^বিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম মোয়াজ্জেম হোসেন ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলা রোভারের সম্পাদক জনাব এএসএস রুহুল হায়দার শামীম, জেলা স্কাউট সম্পাদক জনাব মো: আইয়ুব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস, জামালপুর জোনের সহকারী পরিচালক জনাব মোঃ হামজার রহমান শামীম। প্রধান অতিথির বক্তব্যে বলেন- আজকের সমাজের সামাজিক অবক্ষয় রোধ করতে হলে সবাইকে স্কাউটিং এ সম্পৃক্ত হতে হবে। মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে এ ধরনের প্রশিক্ষণ কোর্সের সংখ্যা বাড়াতে হবে ।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের পক্ষে ২ জন মতামত ব্যক্ত করেন। তারা বলেন যে, এ কোর্সে এসে তারা মানসিক স্বাস্খ্য ও মানসিক স্বাস্খ্য সুরক্ষার বিষয়ে জানতে পেরেছেন। তারা মানসিক স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করে আলাপ আলোচনা করে ব্যবস্থা নিতে পারবেন। কোর্সটি বাস্তবায়নে রোটারী ক্লাব অব ঢাকা আরবান ও অন্যান্য প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন।